২০২৫ সালের রমজান কত তারিখ - 2025 সালের রমজানের ক্যালেন্ডার
প্রিয় পাঠক রমজান মাস খুবই সন্নিকটে। আমরা অনেকেই আজকের ইফতার ও সেহরীর সময়সূচী
, ইফতার সময়, রোজা রাখার নিয়ত , রোজা ভঙ্গের কারণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত
জানতে চাই। তাই আজকে আমরা আপনাদের সামনে ইফতার ও সেহরীর সময়সূচী , ২০২৫ সালের
রমজান কত তারিখ , 2025 সালের রমজানের ক্যালেন্ডার, রোজা রাখার নিয়ত , রোজা
ভঙ্গের কারণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত নিয়ে হাজির হয়েছি।
আজকের পোস্টটি মনোযোগ সহকারে পড়লে আপনি যেমন আজকের ইফতার ও সেহরীর সময়সূচী ,
২০২৫ সালের রমজান কত তারিখ , 2025 সালের রমজানের ক্যালেন্ডার, রোজা রাখার নিয়ত ,
রোজা ভঙ্গের কারণ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ঠিক তেমনি বাংলাদেশের
কোন কোন জেলায় ঢাকার সময়ের সাথে সময় যোগ করতে হবে এবং কোন কোন জেলায় ঢাকার
সময়ের সাথে সময় বিয়োগ করতে হবে সে সম্পর্কে জানতে পারবেন।
২০২৫ সালের রমজান কত তারিখ - 2025 সালের রমজানের ক্যালেন্ডার
মাহে রমজান মুসলিম উম্মাহর জন্য রহমত বরকত এবং মাগফেরাতের মাস। প্রতিটি মুসলিমই
বাকি ১১ টা মাস অপেক্ষা করেন পবিত্র মাহে রমজানের অপেক্ষায়। রমজান মাসের ফজিলত
বা গুরুত্ব বলে শেষ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে
বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেল কিন্তু তার গুনাহ খাতাগুলো মাফ
করাতে পারল না।
রোজা বা সাওম কি?
ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হচ্ছে রোজা বা সাওম।
আল্লাহতালা
পবিত্র কোরআনে বলেছেন -
ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আল্লাজিনা মিন
কবলিকুম লা আল্লাকুম তাত্তাকুন।
অর্থ: হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজান মাসের সাওমকে ফরজ করা হয়েছে যেমন করা
হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।
রোজা মূলত একটি ফার্সি শব্দ।
পবিত্র কোরআন
এবং হাদিসে যাকে সাওম বলা হয়েছে। রমজান মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত
অর্থাৎ ইফতার পর্যন্ত সকল প্রকার পানাহার, যৌনাচার এবং খারাপ কাজ থেকে বিরত থাকার
নামই সাওম বা রোজা।
রমজান মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজ ইবাদত পালনের সওয়াব পাওয়া যায়, একটি
ফরজ ইবাদত করলে ৭০ টি ফরজ ইবাদত এর সওয়াব পাওয়া যায় এবং যেকোনো ভালো কাজের
সওয়াব মহান রব্বুল আলামীন ৭০ থেকে ৭০০ গুন পর্যন্ত বৃদ্ধি করে দেন।
২০২৫ সালের রমজান কত তারিখ
আরবি ক্যালেন্ডার এর হিসাব অনুযায়ী ২০২৫ সালের রমজান কত তারিখ এর সম্ভাব্য সঠিক
উত্তর হচ্ছে আগামী ০১ই মার্চ দিবাগত রাতে সেহরি খাওয়ার মাধ্যমে অর্থাৎ, আগামী
০২ই মার্চ ২০২৫ তারিখ থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান ২০২৫।
২০২৫ সালের রমজান কত তারিখ - 2025 সালের রমজানের ক্যালেন্ডার
চলুন প্রিয় পাঠক এক নজরে ২০২৫ সালের ইফতার ও সেহরীর সময়সূচী দেখে আসি-
আজকের ইফতার ও সেহরীর সময়সূচী - ইফতার সময়
ঢাকার সময়ের সাথে একই সময়ে ইফতার ও সেহরি হবে যে সকল জেলার
সেহরি: নারায়ণগঞ্জ, জামালপুর, ভোলা, শেরপুর, কুড়িগ্রাম
ইফতার: গাজীপুর, মাদারীপুর, ময়মনসিংহ, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি
ঢাকার সময়ের সাথে সেহরির সময় বাড়াতে হবে যেসব জেলার
- ১ মিনিট : মানিকগঞ্জ, গাইবান্ধা, বরিশাল, শরীয়তপুর, টাঙ্গাইল
- ২ মিনিট : সিরাজগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, পটুয়াখালি, ঝালকাঠি, লালমনিরহাট
- ৩ মিনিট : পঞ্চগড়, গোপালগঞ্জ, বগুড়া, রংপুর, পিরোজপুর
- ৪ মিনিট : পাবনা, মাগুরা, নওগাঁ, নড়াইল, বরগুনা, খুলনা, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, জয়পুরহাট
- ৫ মিনিট : কুষ্টিয়া, রাজবাড়ী, যশোর, বাগেরহাট, ঝিনাইদহ, নাটোর
- ৬ মিনিট : রাজশাহী, সাতক্ষীরা
- ৭ মিনিট : চুয়াডাঙ্গা, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ
ঢাকার সময়ের সাথে ইফতারের সময় বাড়াতে হবে যেসব জেলার
- ১ মিনিট :বাগেরহাট
- ২ মিনিট : মানিকগঞ্জ, টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, শেরপুর
- ৩ মিনিট : মাগুরা, খুলনা, নড়াইল, সিরাজগঞ্জ, জামালপুর
- ৪ মিনিট : রাজবাড়ী, যশোর, গাইবান্ধা, সাতক্ষীরা, ঝিনাইদহ
- ৫ মিনিট : কুষ্টিয়া, পাবনা, বগুড়া, কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট
- ৬ মিনিট : নাটোর, চুয়াডাঙ্গা, জয়পুরহাট
- ৭ মিনিট: মেহেরপুর, রাজশাহী, নওগাঁ, নীলফামারী
- ৮ মিনিট: দিনাজপুর
- ৯ মিনিট : চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, ঠাকুরগাঁও
ঢাকার সময়ের সাথে সেহরির সময় কমাতে হবে যেসব জেলার
- ১ মিনিট: গাজীপুর, মুন্সিগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, লক্ষীপুর
- ২ মিনিট : নরসিংদী, ময়মনসিংহ
- ৩ মিনিট: কুমিল্লা, ব্রাক্ষণ বাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা
- ৪ মিনিট : ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম
- ৫ মিনিট: হবিগঞ্জ
- ৬ মিনিট : খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, সুনামগঞ্জ, মৌলভীবাজার
- ৮ মিনিট : সিলেট
ঢাকার সময়ের সাথে ইফতার সময় কমাতে হবে যেসব জেলার
- ১ মিনিট: শরীয়তপুর, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, বরিশাল, নরসংদী, নেত্রকোনা, চাঁদপুর, পটুয়াখালী
- ২ মিনিট: ভোলা
- ৩ মিনিট: ব্রাক্ষণ বাড়িয়া, সুনামগঞ্জ, লক্ষীপুর
- ৪ মিনিট: কুমিল্লা, হবিগঞ্জ, নোয়াখালী
- ৫ মিনিট: সিলেট, মৌলভীবাজার, ফেনী
- ৭ মিনিট: খাগড়াছড়ি, চট্টগ্রাম
- ৮ মিনিট: রাঙামাটি
- ৯ মিনিট: বান্দরবান, কক্সবাজার
রোজা রাখার নিয়ত
কুরআন এবং হাদিস অনুযায়ী রোজা রাখার নিয়ত পৃথকভাবে পাওয়া যায় না। মুসলিমরা
রোজা রাখার নিয়তে বা উদ্দেশ্যে সুবহে সাদিক এ যে খাবার গ্রহণ করে থাকেন তাকে
ইসলামের পরিভাষায় সেহরি বলে।
আপনি যখন সেহরি খেতে উঠবেন তখনই আপনার রোজা রাখার নিয়ত সম্পন্ন হয়ে যাবে।
আমাদের প্রিয় নবী সাঃ রোজা রাখার নিয়ত পৃথকভাবে করেছেন এ ধরনের কোন বর্ণনা
পাওয়া যায় না। কেউ যদি নিয়ত করেন যে, আমি আজ পবিত্র রমজান মাসের রোজা রাখার
নিয়ত করলাম। তাহলে সেটিই যথেষ্ট।তাই সেহেরী খাওয়ার পূর্বে খাওয়ার যে দোয়াটি
রয়েছে সে দোয়াটি পড়লেই হবে। দোয়াটি হচ্ছে:
বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ।
অর্থ: আল্লাহ তায়ালার নামে খানা খাওয়া শুরু করছি এবং আল্লাহ তায়ালার বরকত
প্রার্থনা করছি।
প্রাচীনকাল থেকে আলেম-ওলামারা রোজা রাখার নিয়ত করার ব্যাপারে একটি দুয়া প্রচলন
করেছেন। এটি আমাদের সমাজে প্রচলিত। দোয়াটি হচ্ছে-
রোজা রাখার নিয়ত (বাংলা)
নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু,
ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।
রোজা রাখার নিয়ত
হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত)
করলাম। অতএব তুমি আমার রোজাকে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
কেউ যদি এ নিয়ত না করেন তাতেও কোন সমস্যা নেই।
রোজা ভঙ্গের কারণ
নিম্নে রোজা ভঙ্গের কারণ সমূহ আলোচনা করা হলো:
- পানাহার করলে
- স্ত্রী সহবাস করলে
- ইসলাম ত্যাগ করলে
- ইচ্ছা করে মুখ ভরে বমি করলে
- মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব
- গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা সেলাইন দিলে
- শিঙ্গা লাগানো
- প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে
- রোজাদারকে জোর করে কিছু খাওয়ালে
- হস্তমৈথুন করলে
- ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে
- ভুলবশত কোনো কিছু খেয়ে, রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে
- কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে
- জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে
- রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেয়ার সময় ভেতরে পানি চলে গেলে।
- বিড়ি-সিগারেট বা হুকা সেবন করলে রোজা ভেঙ্গে যাবে ।
- আগরবাতি প্রভৃতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছালে রোজা ভেঙ্গে যাবে।
- দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুথুর চেয়ে পরিমাণে বেশি হয় তাহলে রোজা ভেঙ্গে যাবে ।
যে সকল কারণে রোজা ভঙ্গ হয় না
- অনিচ্ছাকৃতভাবে বমি হওয়া
- স্বপ্নদোষ হওয়া
- মুখে থুতু আসলে গিলে ফেলা ।
- যেকোনো ধরনের ইনজেকশন বা টিকা লাগানো
- ভুলে স্ত্রী সহবাস করলে
- গোসল করা বা বারবার কুলি করা ।
- মেসওয়াক করা
- শরীর ,মাথা ,দাড়ি ইত্যাদিতে তেল লাগালে ।
- চোখে সুরমা লাগানো বা কোনো ওষুধ দেওয়া ।
- আতর লাগানো বা তার ঘ্রাণ নেওয়া ।
- ভুলে কিছু পান করলে
- অনিচ্ছাবশত গলার মধ্যে ধোয়া, ধুলোবালি বা মাছি ইত্যাদি প্রবেশ করলে ।
- কানে পানি দেয়া বা অনিচ্ছাবশত চলে যাওয়ার কারণে রোজা ভঙ্গ হয় না
- রোজা অবস্থায় দাঁত উঠলে এবং রক্ত পেটে না গেলে ।
- সাপে কামড় দিলে
ইফতারের দোয়া
আবু দাউদ শরীফের বর্ণনা অনুযায়ী ইফতারের দোয়া হচ্ছে-
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার
রাহিমিন।
অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া
রিজিজের মাধ্যমে ইফতার করছি।
ইবনে উমার (রা:) থেকে বর্ণিত,নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের
সময় বলতেন-
জাহাবাজ জামাউ; ওয়াবতাল্লাতিল উ’রুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ।
অর্থ : ইফতারের মাধ্যমে পিপাসা দূর হলো, শিরা-উপসিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ
চান সাওয়াবও স্থির হলো।
মুহাম্মদ(সা.) যেভাবে ইফতার করতেন
আনাস ইবন মালিক (রাঃ)-কে বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাগরিবের নামায আদায়ের পূর্বে পাকা খেজুর দ্বারা ইফতার করতেন। আর যদি পাকা খেজুর
না পেতেন, তখন তিনি শুকনা খেজুর দ্বারা ইফতার করতেন। আর যদি তাও না হতো, তখন তিনি
কয়েক ঢোক পানি দ্বারা ইফতার করতেন।( আবু দাউদ শরীফ হাদিস নং-২৩৪৮)
আরো পড়ুনঃ জন্ম নিবন্ধন অনলাইন যাচাই ও জন্ম নিবন্ধন আবেদন । স দিয়ে ছেলেদের ইসলামিক নাম । ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী
সালমান ইবন আমের (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যখন তোমাদের কেউ রোযা রাখে, তখন সে যেন খেজুর দ্বারা
ইফতার করে। আর সে যদি খেজুর না পায়, তবে সে যেন পানি দ্বারা ইফতার করে, কেননা
পানি পবিত্র।( আবু দাউদ শরীফ হাদিস নং-২৩৪৭)
২০২৫ সালের রমজান কত তারিখ - 2025 সালের রমজানের ক্যালেন্ডার : লেখক এর মতামত
প্রিয় পাঠক আজকে আমরা আপনাদের সামনে ইফতার ও সেহরীর সময়সূচী , ২০২৫ সালের রমজান
কত তারিখ , 2025 সালের রমজানের ক্যালেন্ডার, রোজা রাখার নিয়ত , রোজা ভঙ্গের কারণ
ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আমাদের আলোচনাটি আশা করি আপনার ভালো
লেগেছে।
এ সংক্রান্ত আপনাদের যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট
করে জানাতে পারেন। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।।