খাটের ডিজাইনে কীভাবে আরাম এবং স্টাইল একসঙ্গে মেলে
প্রিয় পাঠক আরামদায়ক ঘুমের জন্য প্রয়োজন একটি আরামদায়ক খাট। একটি
আরামদায়ক খাট সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে আজকে আমরা আপনাদের সামনে
উপস্থিত হয়েছি। আরাম ও স্টাইল এক সাথে পাবার জন্য খাটের রঙ, কাঠের উপকরণ,
ম্যাট্রেস ব্যবহারের সুবিধা, অন্য ফার্নিচারের কম্বিনেশন একসাথে কিভাবে পারফেক্ট
করবেন আমাদের আজকের ব্লগ থেকে জেনে নিন।
আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়লে খাটের ডিজাইনে কীভাবে
আরাম এবং স্টাইল একসঙ্গে মেলে, আধুনিক খাটে কিভাবে আরাম ও স্টাইলের সংমিশ্রণ হয়?
, সেরা কিছু আধুনিক খাটের ডিজাইন , কিভাবে খাট সাজালে স্বস্তি ও স্টাইল
এর কম্বিনেশন করতে পারবেন? , স্টাইলিশ ও আরামদায়ক খাট পেতে কি কি বিষয়
বিবেচনা করতে হবে? ইত্যাদি সংক্রান্ত আপনার সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে
যাবেন।
খাটের ডিজাইনে কীভাবে আরাম এবং স্টাইল একসঙ্গে মেলে
ঘর সাজাতে খাট কিনবেন নাকি আরামে ঘুমানোর জন্য খাট কিনবেন? কয়েক বছর আগেও এই
প্রশ্নটি সবার মনে আসতো। কারণ বেশি ডিজাইন দেওয়া খাট দেখতে রাজকীয় হলেও সাধারণ
ডিজাইনের খাটে স্বস্তির সাথে ঘুমানো যেত। কিন্ত এখন যুগ পাল্টেছে। আধুনিক
ফার্নিচারের কল্যাণে একই সাথে আরাম ও স্টাইল পাওয়া কোনো বিষয়ই না। কিভাবে সেটি
সম্ভব তা নিয়েই এখন আমরা আলোচনা করবো।
আধুনিক খাটে কিভাবে আরাম ও স্টাইলের সংমিশ্রণ হয়?
সিম্প্লিসিটি, মিনিমালিজম এবং ফাংশনালিটি— এগুলো আধুনিক খাটের সবচেয়ে বড় এট্রাকশন
হয়ে থাকে। কাঠ ও মেটাল পার্টের তৈরি খাটগুলোতে বেশ ব্যক্তিত্ববান নকশা দেখা যায়।
আবার অনেক খাটে হেলান দেওয়া ও জিনিস রাখার সুবিধা একসাথে পেতে সুন্দর হেডবোর্ড
দেওয়া থাকে। সেরা কিছু খাটের ডিজাইন ফলো করলে বিষয়গুলো ধরতে পারবেন।
সেরা কিছু আধুনিক খাটের ডিজাইন
আসলে আরাম ও স্টাইলের জন্য তৈরি করা খাটগুলিতে বৈচিত্র্যের কমতি নেই। কোনোটা
মিনিমালিস্ট, আবার কোনোটা সমকালীন ডিজাইনের হয়। আর ট্রাডিশনের কথা মাথায় এলে মিড
সেঞ্চুরি মডার্ন ডিজাইনের কথা না বললেই নয়। এসবকিছু ছাড়া বোহেমিয়ান ডিজাইন ও আছে
যেগুলো কিছুটা ভিন্নরকম সাজসজ্জা নির্ভর।
- মিনিমালিস্ট ডিজাইন: সেই পুরনো দিনের সাধাসিধে চৌকির মত স্টাইলে খুবই ছিমছাম নকশা এই ধরনের খাটের বৈশিষ্ট্য। সোজা সাপ্টা উপকরণের খাটে কাপড় চোপড় আটকে যাবার ও ধাক্কা খাবার কোনো সম্ভাবনা থাকেনা।
- কন্টেম্পোরারি ডিজাইন: কিছুটা বেশি আধুনিক ও ক্রিয়েটিভ ভাবে কন্টেম্পোরি ডিজাইন করা হয়। খাটগুলোতে নিত্যনতুন নকশা, তৈরির উপাদান, আবার অতিরিক্ত ফাংশনালিটি দেওয়া থাকতে পারে।
- মিড-সেনচুরি মডার্ন ডিজাইন: সেই সাদাকালো সময়ের সাথে মিলিয়ে তৈরি ফার্নিচার গুলোতে বিভিন্ন ভিনটেজ পার্ট ও ফ্যাব্রিক লাগানো থাকে। বিগত ৫০-৬০ এর দশকে আমেরিকাতে এগুলো খুব জনপ্রিয় ছিল।
- বোহেমিয়ান ডিজাইন: বোহেমিয়ানকে অনেকে বোহো চিক স্টাইল ও বলে থাকে। অনেকের কাছে এটা অচেনা মনে হবে। বিভিন্নরকম ফ্যাব্রিক, কুশন, সাজসজ্জা দেখে বুঝে নিতে পারবেন কোনগুলো বোহেমিয়ান স্টাইল।
- এশিয়ান মোটিভেটেড ডিজাইন: সাধারণত এশিয়ার দেশগুলিতে জাপানি, চীনা বা কোরিয়ান ডিজাইনের অনুসরণ লক্ষ করা যায়। এগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো কাঠ ও পাতলা ম্যাট্রেস।
আরো পড়ুনঃ কতটুকু বীর্য বের হলে গোসল ফরজ হয় । যৌন শক্তি বৃদ্ধিতে কাতিলা গাম । মোবাইল দিয়ে টাকা ইনকাম করার নিয়ম
কিভাবে খাট সাজালে স্বস্তি ও স্টাইল এর কম্বিনেশন করতে পারবেন?
হাতিল-এর মত আধুনিক ফার্নিচার নির্মাতা কোম্পানির ওয়েবসাইট ঘটলে নানারকম
খাটের ডিজাইন ছবি
দেখা যায়, যার একেকটা একেকরকম ডিজাইন ও স্টাইলে তৈরি করা হয়। সহজে ধারণা দিতে
আমরা আপনাকে কি কি স্টেপস এ খাট সাজাতে পারবেন সেটা বলবো:
১. ঠিকমত রঙ নির্বাচন করা
সবচেয়ে ভাল আউটপুটের জন্য খাটের রঙ নিউট্রাল হতে হবে। যেমনঃ কাঠের রঙ, সাদা,
আসমানী, ধূসর, এসব রঙ বেডরুমকে ফৃুটিয়ে তোলে। তাই খাট কেনার আগে নিজের পছন্দের রঙ
নির্বাচন করতে হবে। ঠিকমত রঙ নেবার আরেকটা সুবিধা হলো রুমকে বেশ বড় গোছালো দেখায়।
২. মানসম্মত বেডের লিনেন ব্যবহার করা
খাটে আরাম পাবার জন্য মূলত খাটের উপকরণের চেয়ে বেডের লিনেন ও ম্যাট্রেস বেশি
ভূমিকা রাখে। মানহীন লিনেন ব্যবহার করলে যত ভাল কাঠের খাট হোক, ঘুমানোর সময় বেশ
উশখুশ একটা পরিস্থিতি তৈরি হয়। এই সমস্যা এড়াতে সাটিন ফ্যাব্রিকের বেডশীট ও কুশন
ব্যবহার করা যায়। একই রকম কার্টেইন দিলে রুমকে বেশ সন্নিবেষ্টিত মনে হবে, আলো
বাতাস ও ঠিকমত প্রতিফলিত হবে।
আরো পড়ুনঃ ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা । ১০০+ ইসলামিক শিক্ষামূলক উক্তি । ক্যান্সার রোগীর মৃত্যুর লক্ষণ
৩. খাটের জন্য আলাদা লাইটিং করা
আরামের কথা অনেক গেলো, এবার আসি স্টাইলে। আধুনিক খাটের অনেক ডিজাইন আছে যাতে
সিলিং লাইট, ওয়াল ল্যাম্প বা বেডসাইড ল্যাম্পের এটাচমেন্টের ব্যবস্থা করা থাকে।
অনেকে তো আলাদা করে আরজিবি বা ডিম লাইট সেট করে খাটের পরিবেশকে বেশি সুন্দর ও
রোমান্টিক করে তোলে।
৪. সঠিক আসবাবপত্রের কম্বিনেশন করা
স্টাইল ও আরাম একসাথে মিলবে যখন দৈনন্দিন কাজে ব্যবহৃত সবরকম ফার্নিচার খাটের
পাশেই থাকবে। এতে বারবার ঘরের বিভিন্ন প্লেসে জিনিসপত্র খুঁজতে হবেনা। আজকাল
আধুনিক কনসেপ্টে সবাই বেডরুমে ড্রেসিং টেবিল, বুকশেলফ, বেড সাইড টেবিল বা রিডিং
টেবিল রাখে। আর বেডরুমকে বেশি বড় মনে হলে কর্ণার শেলফ দিয়ে ফাকা স্থান পূরণ করাও
যায়।
৫. দেয়ালে বিভিন্নরকম আর্টওয়ার্ক দেওয়া
ওয়ালমেট বা পেইন্টিং শুধুমাত্র লিভিং রুম সাজানোর উপকরণই নয়, বেডরুমেও এর ব্যবহার
করে বেশি এস্থেটিক স্টাইল পাওয়া সম্ভব। এমন বেডরুম দেখা যায় যেখানে বড় আয়না বা
দেয়াল ঘুড়ি লাগানো থাকে। এগুলোর জন্য ছোট বেডরুমকেও বেশ বড় ও রিচ মনে হয়।
শুধুমাত্র আর্টিফিশিয়াল জিনিসই নয়, বেশি প্রাকৃতিক আবহ বানাতে বিভিন্ন
ইনডোর প্লান্ট রাখার অপশনও রয়েছে।
৬. খাটের নিচে ও ফ্লোরে কার্পেট ব্যবহার করা
ধুলো ময়লা থেকে যত দূরে থাকা যাবে ঘরকে তত বেশি স্বস্তিদায়ক মনে হবে। আর এই ধুলো
ময়লা এড়াতে সবচেয়ে ভাল কাজ করে কার্পেট। এতে বাইরের আলো এসেও সুন্দরভাবে রুমে
প্রতিফলিত হবে। আর কার্পেট থাকলে কথার প্রতিধ্বনিসহ অনেকরকম সমস্যা থেকে পরিত্রাণ
ও মিলে।
৭. আলো বাতাস চলাচল করতে দেওয়া
শোবার ঘরে এতকিছু করা হলো, কিন্তু কিছুই দৃশ্যমান হবেনা যদি পর্যাপ্ত আলো বাতাস
না থাকে। ভেবে দেখুন, ঘুরে ঠিকমত কিছু দেখতে পাচ্ছেন না, বা বদ্ধ গন্ধের কারণে
ঠিকমত থাকাই দায় হয়ে যাচ্ছে। কিন্তু খাটকে জানালার কাছে সেট করে নিমিষেই ঝলমলে
ফ্রেশ ভাইব দেওয়া যায়।
স্টাইলিশ ও আরামদায়ক খাট পেতে কি কি বিষয় বিবেচনা করতে হবে?
সব প্রোডাক্টের মত খাট কেনার সময়ও সাইজ, স্টাইল ও বাজেট দেখতে হবে। বাজেট এর
মধ্যে কিচু মডেল পেলে কোন স্টাইল আপনার বাড়ির সাথে মামানসই হবে ও শুয়ে আরাম পাওয়া
যাবে ভাবলেই উত্তর পেয়ে যাবেন। এছাড়া নিচের এই বিষয়গুলি বিবেচনা করবেন—
- ছোট ঘর হলে কম জায়গা নেয় এরকম ছোট খাট নেওয়া ভাল হবে।
- ঘরে থাকা ফার্নিচার বা পরে কিনবেন এরকম ফার্নিচারের সাথে মিলে কিনা ভেবে দেখুন।
- নিজের বাজেটে সেরা খাট কিনুন বা বাজেট বাড়ানো পর্যন্ত অপেক্ষা করুন।
- খাটে কি ম্যাট্রেস সাপোর্ট করে এবং বেডশীট দিলে কতটুকু আরামদায়ক হয় চেক করে দেখুন।
খাটের ডিজাইনে কীভাবে আরাম এবং স্টাইল একসঙ্গে মেলে : লেখক এর মতামত
এখনকার ডিজাইনে কাটের ক্ষেত্রে আরাম ও স্টাইলের কোনো শেষ নেই। তবে এতকিছুর ভিড়ে
কনফিউসড হলে চলবে না। আশা করি আমাদের টিপস ফলো করে সব কনফিউশন এড়িয়ে বেডরুমে
পার্সোনাল টাচও নিয়ে আসতে পারবেন।
আশা করি, খাটের ডিজাইনে কীভাবে আরাম এবং স্টাইল একসঙ্গে মেলে, আধুনিক খাটে কিভাবে
আরাম ও স্টাইলের সংমিশ্রণ হয়? ,স্টাইলিশ ও আরামদায়ক খাট পেতে কি কি বিষয় বিবেচনা
করতে হবে? ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে পেরেছেন। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং
আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।।
Add Comment
comment url