বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং । রেলওয়ে টিকেট অনলাইনে কাটার নিয়ম

প্রিয় পাঠক নিরাপদে এবং আরামে ভ্রমণের জন্য আমাদের অনেকেরই প্রথম পছন্দ ট্রেন বা রেলওয়ে। পূর্বে ট্রেনের টিকিট কাটার জন্য দীর্ঘ ভোগান্তি পোহাতে হলেও বর্তমানে বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং দেওয়া খুবই সহজ। আপনি রেলওয়ে টিকিট অনলাইনে কাটার নিয়ম জেনে খুব সহজেই ঘরে বসে টিকিট সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং
আপনারা যেন খুব সহজেই বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং দিতে পারেন সেজন্য আজকে আমরা আপনাদের সামনে বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং পদ্ধতি এবং রেলওয়ে টিকিট অনলাইনে কাটার নিয়ম নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের পোষ্টটি মনোযোগ সহকারে পড়লে আপনি বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং সংক্রান্ত আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং । রেলওয়ে টিকেট অনলাইনে কাটার নিয়ম

বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং দেওয়ার জন্য প্রথমেই আপনাকে বাংলাদেশ রেলওয়ে এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। আপনার মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে শুধুমাত্র একবার আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তী যেকোনো সময় আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি লগইন করতে পারবেন।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া

  • প্রথমে https://eticket.railway.gov.bd/ ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
  • এরপর একটি Pop-Up আসবে সেখানে I agree বাটনে ক্লিক করতে হবে
  • Bangladesh Railway লেখা ও লোগো সম্বলিত একটি নতুন ওয়েব সাইট খুলে যাবে।
  • ওয়েব সাইটটির উপরের দিকে ডান সাইডে Register বাটনে ক্লিক করতে হবে।
  • Please Verify Your NID নামের নতুন একটি Page আসবে। এখানে আপনার মোবাইল নাম্বার, জাতীয় পরিচয় পত্র নাম্বার , ইমেইল এড্রেস এবং জন্ম তারিখ দিয়ে পূরণ করে Veriify বাটনে ক্লিক করতে হবে।
  • সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে।
  • ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা Bangladesh Railway এর থেকে একটি ই-মেইল পাঠানো হবে।
  • আপনার ই-মেইল এর মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে। মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।
  • রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করুনঃ বাংলাদেশ রেলওয়ে ই-টিকেট

রেলওয়ে টিকেট অনলাইনে কাটার নিয়ম

  • প্রথমে https://eticket.railway.gov.bd/ ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।
  • ওয়েবসাইটে ঢুকে ডান পার্শ্বের উপরের দিকে Log in এ ক্লিক করতে হবে।
  • Bangladesh Railway লেখা ও লোগো সম্বলিত একটি নতুন ওয়েব সাইট খুলে যাবে।
  • “Log in” এর প্যানেল মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পূরণ করে Log in বাটনে ক্লিক করতে হবে।
  • এরপর যে Pageটি আসবে তাতে I agree বাটনে ক্লিক করতে হবে।
  • এখানে যে Pageটি আসবে সে Page এ আপনার চাহিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেনী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে এবং Search Train অপশনে ক্লিক করতে হবে। মনে রাখবেন আপনি আপনার যাত্রার তারিখের সর্বোচ্চ ১০ দিন পূর্বে টিকিট সংগ্রহ করতে পারবেন।
  • নতুন একটি পেজ আসবে । এই পেজে আপনি যে তারিখ নির্ধারণ করেছিলেন ওই তারিখের সকল ট্রেনের নাম যাত্রার সময় এবং কতটি সিট ফাঁকা রয়েছে সে সকল তথ্য আপনাকে তুলে ধরা হবে ।
  • এখান থেকে আপনি আপনার পছন্দমতো ট্রেন বাছাই করে সিট ফাঁকা থাকা সাপেক্ষে সর্বোচ্চ চারটি টিকিট ক্রয় করতে পারবেন।
  • যে সকল ট্রেনের সিট ফাঁকা থাকবে সে সকল ট্রেনের শ্রেণী সমূহের নিচে সবুজ ঘরের ভিতরে Book Now লিখা থাকবে। আপনি আপনার পছন্দমত ট্রেন এবং শ্রেণী নির্বাচন করে Book Now অপশনে ক্লিক করলে কোন বগিতে কতটি সিট ফাঁকা রয়েছে তা আপনাকে দেখানো হবে।
  • ফাঁকা থাকা সিটগুলো থেকে আপনি যে কোন বগিতে সর্বোচ্চ চারটি সিট বুকিং দিতে পারবেন। সিট বুকিং দেওয়া হয়ে গেলে তার নিচে আপনাকে আপনার সিট নাম্বার এবং টিকিটের মূল্য দেখানো হবে। সকল কিছু সঠিকভাবে যাচাই করার পর আপনি Continue Purchase অপশনে ক্লিক করবেন ।
  • ক্লিক করা হলে আপনার প্রদত্ত মোবাইল নাম্বারে একটি OTP যাবে । চার সংখ্যার OTP টি প্রদান করে Continue অপশনে ক্লিক করুন
  • পরবর্তী পেইজে আপনাকে যাত্রীর তথ্য এবং যাত্রীর ধরন অর্থাৎ শিশু/প্রাপ্তবয়স্ক তা পূরণ করতে হবে।
  • সঠিকভাবে সকল তথ্য প্রদান করার পর আপনার কাছে টাকা প্রদানের মাধ্যম সম্পর্কে জানতে চাওয়া হবে।
  • ক্রেডিট কার্ড, বিকাশ , রকেট. নগদ, উপায় ইত্যাদি মোবাইল ব্যাংকিং একাউন্ট এর মাধ্যমে আপনি টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন এবং আপনার ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হয়ে থাকে।
  • মোবাইল ব্যাংকিংয়ে ফ্রি পরিশোধের ক্ষেত্রে মনে রাখবেন প্রতি সিটের বিপরীতে ২০ টাকা সার্ভিস চার্জ হিসেবে কেটে নেওয়া হয়।
  • আপনি চাইলে সরাসরি ইমেইল থেকে PDF ফরমেটে ডাউনলোড করতে পারবেন।
  • ডাউনলোডকৃত পিডিএফ টি স্টেশনে দেখালে আপনাকে মূল টিকিট কর্তৃপক্ষ প্রদান করবে। আপনি মূল টিকিট ছাড়াও এই PDF সহকারে ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
  • অনলাইনে আপনার রেলওয়ে টিকিট কাটতে ক্লিক করুনঃ বাংলাদেশ রেলওয়ে ই-টিকেট

বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং । রেলওয়ে টিকেট অনলাইনে কাটার নিয়ম : লেখক এর মতামত

প্রিয় পাঠক আমরা আপনাদের সামনে বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং এবং রেলওয়ে টিকেট অনলাইনে কাটার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করব আপনি খুব সহজেই ঘরে বসেই বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং দিতে পারবেন। মনে রাখবেন, বিনা টিকিটে ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ। আমরা সকলেই টিকিট কেটে ভ্রমণ করব এবং দেশের উন্নয়নে অবদান রাখব।

এ সংক্রান্ত আপনাদের যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url

ইসলামিক ইনফো বাংলা

আমাদের ফেসবুক পেইজ