সূরা মূলক বাংলা উচ্চারণ । সূরা মূলক বাংলা অনুবাদ সহ
প্রিয় পাঠক সূরা মূলক একটি ফজিলত পূর্ণ সূরা। আমরা অনেকেই সূরা মূলক বাংলা
উচ্চারণ ও সূরা মূলক বাংলা অনুবাদ সহ জানতে চাই। যদি আপনিও সূরা মূলক বাংলা
উচ্চারণ এবং সূরা মূলক বাংলা অনুবাদ সহ জানতে চান তাহলে আমাদের আজকের পোষ্টটি
আপনার জন্য।
আজকে আমরা আপনাদের সামনে সূরা মূলক বাংলা উচ্চারণ , সূরা মূলক বাংলা উচ্চারণ ছবি
, সূরা মূলক বাংলা অনুবাদ সহ আলোচনা করব। তাই আমাদের পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ
সহকারে পড়ার অনুরোধ রইল।
সূরা মূলক বাংলা উচ্চারণ । সূরা মূলক বাংলা অনুবাদ সহ
সুরা মুল ক পবিত্র কুরআন শরীফের ৬৭তম সূরা। এই সূরার মোট আয়াত সংখ্যা ৩০ টি রুকু
সংখ্যা ০২ টি মক্কায় অবতীর্ণ। এ সূরায় মহান আল্লাহতালার সার্বভৌমত্ব জীবন এবং মৃত্যু সৃষ্টির মাধ্যমে মানুষকে পরীক্ষা করা, আল্লাহর
নিখুঁত সৃষ্টি বিবরণ, আল্লাহকে অস্বীকার করার পরিণাম, আল্লাহকে না দেখেও বিশ্বাস
করার পুরস্কার, আল্লাহর একত্ববাদের যুক্তি পুনরুত্থান ও বিচার দিবসের বিষয়ে
সতর্কতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
সূরা মূলক বাংলা উচ্চারণ
- তাবারকাল্লাজি বিয়াদি হিল মুলকু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন কাদীর।
- আল্লাযী খলাকল মাওতা ওয়াল হায়াতা লিইয়াবলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ওয়া হুওয়াল আজীজুল গফুর।
- আল্লাযী খলাকল সাবআ সামা-ওয়া-তিন তিবাকন মাতারা ফী খলকির রহমানি মিন তাফাউত ফারজিইল বাসারা হাল তারা মিন ফুতুর।
- সুম্মার জি’ইল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব, ইলাইকাল বাসারু খসিআও ওয়া হুয়া হাসির।
- ওয়া লাকাদ ঝাইয়ন্নাস সামাআদ্দুনইয়া বিমাসা-বীহা ওয়াজা’আলনা হা-রুজূমাল লিশশায়াতীনী ওয়া আতাদনা লাহুম আযা-বাস সাঈর।
- ওয়া লিল্লাযীনা কাফারু বিরব্বিহিম আযাবু জাহান্নাম ওয়াবিসাল মাসির।
- ইযা উলকু ফীহা সামিউ লাহা শাহীকাওঁ ওয়াহিয়া তাফূর।
- তাকা দুতামাইয়াঝু মিনাল গইদি কুল্লামা উলকিয়া ফীহা ফাওজুন সাআলাহুম খজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
- ক-লূ বালাকদ জাআন নাযীরুন ফাকাযযাবনা ওয়া কুলনা মানঝালাল্লাহু মিন শাইয়িন ইন কুনতুম ইল্লা ফী দলা-লিন কাবীর।
- ওয়া কলূ লাও কুন্না নাসমাউ আউ না’কিলু মা কান্না ফী আসহাবিস সাঈর।
- ফা’আতাফু বিজামবিহিম ফাসূহ কল্লী আসহাবিস সাঈর।
- ইন্নাল্লাজীনা ইয়অকসাউনা রব্বাহুম বিল গয়বী লাহুম মাগফিরতুওঁ ওয়া আজরুন কাবির।
- ওয়াসিররু কওলাকুম আউ ইজহারুবিহী ইন্নাহু আলীমুন বিজাতিস সূদূর।
- আলা ইয়লামু মান খলাকা , ওয়াহুওয়াল লতিফুল খবীর।
- হুওয়াল্লাজী জাআলা লাকুমুল আরদা জালুলান ফামসুফী মানাকিবিহা ওয়াকুলূ মিররিজকিহি ওয়া ইলাইহীন নুশুর।
- আ আমিনতুম মান ফিস সামা---ই আইয়াখ সিফা বিকুমুল আরদা ফা ইযা হিয়া তামুর।
- আম আমিনতুম মানফিস সামাই আইয়ুর সিলা আলাইকুম হাসিব। ফাসাতাআলামুনা কাইফা নাযির।
- ওয়ালাকদ কাযযাবাল্লাজীনা মিন কবলিহিম কাইফা কানা নাকির।
- আওলাম ইয়ারও ইলাত তইরি ফাও ক হুম সফফাতিওঁ ইয়াকবিদনা , মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান; ইন্নাহু বিকুল্লী সাইয়ীম বাসির ।
- আমমান হাযাল্লাযী হুয়া জুনদুলল্লাকুম ইয়ানসুরুকুম মিন দূনীর রহমান; ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর।
- আমমান হাযাল্লাযী ইয়ারঝুকুকুম ইন আমশা ক রিযকহু বাল্লাযু ফী উতুই ওয়া নুফুর।
- আফা মাইয়ামসি মুকিব্বা আলা ওয়াঝহিহি আহদা আমমাইয়ামশি সাওয়াই আলা সিরাতাম মুস্তাকিম।
- কুল হুওয়াল্লাজী আনশাআকুম ওজাআলা লাকুমুস সামাআ ওয়াল আবসারা আফইদাত ; কলিলামমা তাশকুরুন।
- কুল হুওয়াল্লাজী ঝারআকুম ফীল আরদি ওয়া ইলাইহী তুহশারুন।
- ওয়া ইয়াকুলুনা মাতা হাজাল ওয়া‘দু ইন কুনতুম সদিকিন।
- কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহ; ওয়া ইন্নামা আনা নাজিরুম মুবীন।
- ফালাম্মা রআওহু ঝুলফাততা সিহাত; ওয়া জুহুল্লাজীনা কাফারু ওয়াকিলা হাজাল্লাজী কুনতুম বিহী তাদদাউন।
- কুল আরা আইতুম ইন আহলা কানিয়াল্লাহুম ওয়ামাম মাইয়া আর রহিমান; ফামাইউ জিররুল কাফিরিনা মিন আজাবিন আলীম।
- কুল হুয়ার রহমানু আমাননা বিহি ওয়া আলাইহি তাওয়াককালনা; ফাসতাআলামুনা মানহুয়া ফিদলালীম মুবিন।
- কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গয়রন ফামাইয়াতিকুম বিমাঈম মাঈন।
সূরা মূলক বাংলা উচ্চারণ ছবি
সূরা মূলক বাংলা অনুবাদ সহ
- পুর্ণময় তিনি যার হাতে রাজত্ব তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান
- যিনি সৃষ্টি করেছেন জীবন ও মরণ, যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে শ্রেষ্ঠ, তিনি পরাক্রমশালী ক্ষমাময়।
- তিনি স্তরে স্তরে সাতটি আকাশ সৃষ্টি করেছেন, তুমি করুনাময় আল্লাহর সৃষ্টিতে কোন তফাত দেখতে পাবে না। আবার দৃষ্টি ফেরাও কোন ফাটল দেখতে পাও কি ?
- অতঃপর তুমি বারবার তাকিয়ে দেখো তোমার দৃষ্টি ব্যর্থ ও পরিশ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে।
- আমি সর্বনিম্ন আকাশকে সুসজ্জিত করেছি প্রদীপমালা দ্বারা; সেগুলোকে শয়তানের জন্য নিক্ষেপযোগ্য করেছি এবং প্রস্তুত করে রেখেছি তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি।
- যারা তাদের পালনকর্তা কে অস্বীকার করেছে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি সেটা কতই না নিকৃষ্ট স্থান।
- যখন তারা সেখানে নিক্ষিপ্ত হবে তখন তারা উৎক্ষিপ্ত গর্জন শুনতে পাবে।
- রোধে জাহান্নাম যেন ফেটে পড়বে, যখনই তাতে কোন সম্প্রদায়ের নিক্ষিপ্ত হবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি কোন সতর্ককারী আসেনি?
- তারা বলবে হ্যাঁ আমাদের কাছে সতর্ক করে আগমন করেছিল অতঃপর আমরা তাকে মিথ্যা আরোপ করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ কোন কিছু নাযিল করেননি তোমরা মহা বিভ্রান্তিতে পড়ে রয়েছো।
- তারা আরো বলবে হায় যদি আমরা শুনতাম তবে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না।
- অতঃপর তারা তাদের অপরাধ স্বীকার করবে, অতএব দূর হোক জাহান্নামের অধিবাসীরা!
- যারা তাদের প্রতিপালকের না দেখে ভয় করে তাদের জন্য আছে ক্ষমা এবং মহা পুরস্কার।
- তোমরা তোমাদের কথা গোপনে বল আর উচ্চস্বরে বল, তিনি মানুষের অন্তরের গোপন কথা সম্পর্কে পুরোপুরি অবগত।
- যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি অতি সূক্ষ্মদর্শী ওয়াকিবহাল।
- তিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের ইচ্ছাধীন করে দিয়েছেন কাজেই তোমরা তার বুকের উপর দিয়ে চলাচল কর আর আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ কর এবং পুনরায় জীবিত হয়ে তার কাছে যেতে হবে।
আরো পড়ুনঃ ইবরাহীম আ. এর কুরবানীর ইতিহাস । আইপিএস ও আইপিএস ব্যটারির দাম । ভেরিকোসিল হলে কি বাচ্চা হয় না
- তোমরা কি তোমাদেরকে নিরাপদ মনে করে নিয়েছো যে, যিনি আকাশ সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে জমিনে বিধ্বস্ত করে দিবেন না যখন তা হঠাৎ থর থর করে কাঁপতে থাকবে?
- কিংবা তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে, যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণ করে ঝড়ো হাওয়া পাঠাবেন না? যাতে তোমরা জানতে পারো যে কেমন ভয়ানক ছিল আমার সতর্কবাণী।
- তাদের আগের লোকেরাও আমার সতর্কবাণী কেমন কঠোর হয়েছিল আমার শাস্তি?
- তারা কি তাদের ওপর দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করেনা যারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয়? দয়াময় ছাড়া অন্য কেবি তাদেরকে উপরে ধরে রাখে না। তিনি সব কিছুর সম্মুখ দ্রষ্টা।
- রহমান ছাড়া কে তোমাদেরকে সাহায্য করবে তোমাদের সেনাবাহিনী হয়ে? কাফেররা তো কেবল ধোকার মধ্যে পড়ে আছে।
আরো পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল নাম্বার । রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী । রেডমি মোবাইল প্রাইস - 2024
- অথবা এমন কে আছে যে তোমাদেরকে রিজিক দেবে, যদি তিনি তার রিজিক বন্ধ করে দেন? আসলে তারা খোদাদ্রোহীতা এবং অনীহার মধ্যে ডুবে রয়েছে।
- যে লোক উপর হয়ে মুখ ভর করে চলে সেই কি অধিক সৎপথ প্রাপ্ত না সেই লোক যে সোজা হয়ে সরল সঠিক পথে চলে?
- আপনি বলে দিন তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শোনার ও দেখার শক্তি আর অন্তঃকরণ; তোমরা শোকর আদায় খুব অল্পই করে থাকো।
- বলে দিন, তিনি তোমাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন আর তার কাছেই তোমাদের ফিরে আসতে হবে।
- তারা বলে, যদি তোমরা সত্যবাদী হয়েই থাকো তাহলে বল কিয়ামত সংগঠিত হওয়ার ওয়াদা কখন বাস্তবায়িত হবে?
- বলুন, আল্লাহর কাছে আছে আমি শুধু একজন স্পষ্ট সতর্ককারী।
- অতঃপর যখন তারা কিয়ামতকে নিকটে উপস্থিত দেখবে, তখন কাফিরদের মুখ মলিন হয়ে যাবে আর তাদেরকে বলা হবে এইতো ওয়াদা বাস্তবায়িত হয়ে গেছে যা তোমরা চাচ্ছিলে।
আরো পড়ুন: উকিল/অ্যাডভোকেট/ব্যারিস্টার হতে কি করবেন ? । হ দিয়ে মেয়েদের ইসলামিক নাম । বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি ?
- বলুন, তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ যদি আমাকে আর আমার সঙ্গী সাথীদেরকে ধ্বংস করে দেন অথবা আমাদের প্রতি দয়া করেন তাহলে কাফেরদের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে কে রক্ষা করবে?
- বলুন, তিনি দয়াময় আমরা তার উপরেই ঈমান রাখি এবং তার ওপরে নির্ভর করি। তোমরা শীঘ্রই জানতে পারবে কে সুস্পষ্ট গোমরাহীতে রয়েছে।
- বলুন, তোমরা কি ভেবে দেখেছ যদি তোমাদের পানি গর্ভের তলদেশে চলে যায় তাহলে তোমাদেরকে কে এনে দেবে প্রবাহমান পানি
সূরা মূলক বাংলা উচ্চারণ । সূরা মূলক বাংলা অনুবাদ সহ : লেখক এর মতামত
প্রিয় পাঠক আজকে আমরা আপনাদের সামনে সূরা মূলক বাংলা উচ্চারণ , সূরা মূলক বাংলা
উচ্চারণ ছবি , সূরা মূলক বাংলা অনুবাদ সহ আলোচনা করলাম।
এ সংক্রান্ত আপনাদের যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট
করে জানাতে পারেন। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি
ভিজিট করুন এবং গুগল নিউজে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।।