সূরা আর রহমান বাংলা উচ্চারণ । সূরা আর রহমান অর্থসহ
প্রিয় পাঠক সূরা আর রহমান পবিত্র কুরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা।
আপনারা অনেকেই আমাদের কাছে সূরা আর রহমান বাংলা উচ্চারণ , সূরা আর রহমান বাংলা
উচ্চারণ ছবি , সূরা আর রহমান অর্থসহ জানতে চেয়েছেন।
আজকে আমরা আপনাদের সামনে সূরা আর রহমান বাংলা উচ্চারণ , সূরা আর রহমান বাংলা
উচ্চারণ ছবি , সূরা আর রহমান অর্থসহ , সূরা আর রহমান এর ফজিলত সম্পর্কে বিস্তারিত
আলোচনা করব। তাই আমাদের পোস্টটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।
সূরা আর রহমান বাংলা উচ্চারণ । সূরা আর রহমান অর্থসহ
সূরা আর রহমান পবিত্র কুরআন শরীফের ৫৫ তম সূরা। এর মোট আয়াত সংখ্যা ৭৮ টি। রুকু
সংখ্যা ০৩ টি। সূরা আর রহমান আমাদের
প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)
এর শহর মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরার প্রথম
আয়াত আর-রহমান থেকে এ সূরার নামকরণ করা হয়েছে।
এই সূরাতে মহান আল্লাহর অনুগ্রহ মানুষ ও জিন সৃষ্টির রহস্য, দুই সমুদ্রের মাঝে অন্তরাল, কিয়ামত সংগঠিত
হওয়া, জান্নাত এবং জাহান্নামের বিবরণ, মহাকাশ ও পৃথিবীর সীমানা সহ মানুষ এবং জিন
জাতিকে উদ্দেশ্য করে বিভিন্ন প্রশ্ন করা হয়েছে। তবে যে প্রশ্নটি এই সুরাতে
সবচেয়ে বেশি করা হয়েছে তা হচ্ছে, হে মানুষ এবং জিন তোমরা তোমাদের রবের কোন কোন
নেয়ামতকে অস্বীকার করবে?
সূরা আর রহমান বাংলা উচ্চারণ
- আর রহমান
- আল্লামাল কুরআন
- খলাকাল ইনসান
- আল্লামাহুল বায়ান
- আশ্ শামসু ওয়াল কামারু বিহুসবান
- ওয়ান্নাজমু ওয়াশ্-শাজারু ইয়াসজুদান
- ওয়াস্ সামাআ রাফাআহা ওয়া ওয়াদ্বা আল মীযান
- আল্লা তাতগাও ফিল মীযান
- ওয়া আক্বীমুল ওয়াযনা বিলকিসত্বি ওয়ালা তুখসিরুল্ মীযান
- ওয়াল আরদ্বা ওয়াদ্বা আহা লিল্ আনাম
- ফীহা ফাকিহাতুওঁ ওয়ান্নাখলু যাতুল আকমাম
- ওয়াল হাব্বু যুল আসফি ওয়ার রাইহান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- খালকাল ইনসানা মিন সালসালিন্ কাল্ ফাখ্খার
- ওয়া খলাকাল জান্না মিম্ মারিজিম্ মিন্ নার
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান
- বাইনাহুমা বারযাখুল্ লা ইয়াবগিয়ান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ইয়াখরুজু মিনহুমাল্-লু-লু-উ ওয়াল মারজান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ওয়া লাহুল জাওয়ারিল্ মুন্শাআতু ফিল বারি কাল্ আলাম
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- কুললু মান্ আলাইহা ফানি
- ওয়া ইয়াবক্ ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ইয়াসআলুহূ মান ফিস্সামাওয়াতি ওয়াল আরদ্বি কুল্লা ইয়াওমিন্ হুওয়া ফী শান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকলান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইংসি ইনিস্তাত্বা তুম আং তানফুযূ মিন আক্বত্বারিস্ সামাওয়াতি ওয়াল আরদ্বি ফানফুযূ, লা-তানফুযূনা ইল্লা বিসুলত্বন
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ইয়ুরসালু আলাইকুমা শুয়াযুম্ মিন্নারিওঁ ওয়া নুহাসুন্ ফালা তানতাসিরান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ফাইযান্ শাককাতিস্ সামাউ ফাকানাত ওয়ারদাতান্ কাদ্দিহান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ফাইয়াওমাইযিল্ লায়ুসআলু আন যামবিহী ইনসুও ওয়ালা জান্ন
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ইউরাফুল মুজরিমূনা বিসীমাহুম ফায়ুখায়ু বিন্নাওয়াসী ওয়াল্ আকদাম
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- হাযিহী জাহান্নামুল্লাতী ইয়ুকাযযিবু বিহাল মুজরিমূন
- ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমনি আন
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ওয়ালিমান্ খাফা মাকমা রব্বিহী জান্নাতান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- যাওয়াতা আফনান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ফীহিমা আইনানি তাজরিয়ান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ফীহিমা মিন্কুল্লি ফাকিহাতিন যাওযান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- মুত্তাকিঈনা আলা ফুরুশিম্ বাত্বায়িনুহা মিন্ ইস্তাবরাকিন ওয়া জানাল জান্নাতইনি দান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ফীহিন্না কাসিরাতুত্ব তারফি লাম্ ইয়াত্বমিসহুন্না ইনসুন কবলাহুম ওয়ালা জান্ন
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- কাআন্নাহুন্নাল্ ইয়াকূতু ওয়াল মারজান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- হাল জাযাউল ইহসানি ইল্লাল্ ইহ্সান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ওয়ামিন দূনিহিমা জান্নাতান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- মুদহা-ম্মাতান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ফীহিমা আইনানি নাদদাখতান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ফীহিমা ফাকিহাতুওঁ ওয়ান্নাখলুও ওয়া রুম্মান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- ফীহিন্না খইরাতুন্ হিসান্
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- হুরুম্ মাকসূরাতুন ফিল খিয়াম
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- লাম ইয়াত্বমিসহুন্না ইনসুন কবলাহুম ওয়ালা জান্ন
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- মুত্তাকিঈনা আলা রফরফিন খুদরিও ওয়া আবক্কারিয়্যিন হিসান
- ফাবিআইয়্যি আলা ই রব্বিকুমা তুকাযযিবান
- তাবারাকাসমু রব্বিকা যিলজালালি ওয়াল ইকরাম।
সূরা আর রহমান বাংলা উচ্চারণ ছবি
সূরা আর রহমান অর্থসহ
- করুণাময় আল্লাহ্
- শিক্ষা দিয়েছেন কুরআন,
- সৃষ্টি করেছেন মানুষ
- তাকে শিখিয়েছেন কথা বলতে।
- সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে
- এবং তৃণলতা ও বৃক্ষাদি সিজদারত আছে।
- তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড,
- যাতে তোমরা তুলাদণ্ডে সীমালঙ্ঘন না করো ।
- তোমরা ন্যায় ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না ।
- তিনি পৃথিবী স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য
- এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খেজুর গাছ।
- আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধ ফুল।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অনুগ্রহ অস্বীকার করবে ?
- তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মৃত্তিকা থেকে
- এবং জিনকে সৃষ্টি করেছেন অগ্নিশিখা থেকে
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
- তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক।
- অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- তিনি পাশাপাশি দুই দরিয়া প্রবাহিত করেছেন।
- উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মনি মুক্তা ও প্রবাল।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- দরিয়ায় বিচরণশীল পর্বত সদৃশ জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রণাধীন)।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে।
- ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল।
- একমাত্র আপনার মহিমাময় মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া ।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- নভোমণ্ডল ও ভূমণ্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী, তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে।
- হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করব।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- হে জিন ও মানবকুল! নভোমণ্ডল ও ভূমণ্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে থাকে তবে অতিক্রম করো, কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না ।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে?
- ছাড়া হবে তোমাদের প্রতি আগুনের শিখা ও ধোঁয়া, তখন তোমরা সে সব প্রতিহত করতে সক্ষম হবে না।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে?
- যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্ত বর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে?
- সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন ।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা থেকে, অতঃপর তাদের কপালের চুল ও পা ধরে টেনে নেওয়া হবে
আরো পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোবাইল নাম্বার । রাজশাহী টু খুলনা ট্রেনের সময়সূচী । রেডমি মোবাইল প্রাইস - 2024
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- তারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মাঝখানে প্রদক্ষিণ করবে।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে?
- যে ব্যক্তি তার পালনকর্তার সামনে পেশ হওয়ার ভয় করে, তার জন্য রয়েছে দুটি উদ্যান
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- উভয় উদ্যানই ঘন শাখা-পল্লব বিশিষ্ট
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- উভয় উদ্যানে আছে বহমান দুই প্রস্রবণ ।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- উদ্যান দুইটিতে প্রত্যেক ফল দুই দুই রকমের হবে।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- তারা এমন বিছানায় হেলান দেওয়া অবস্থায় থাকবে যার আভ্যন্তরীণ আবরণ পুরু রেশমের হবে; আর অতি নিকটেই হবে।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে?
- তথায় থাকবে আনত নয়না রমণীগণ, কোনো জিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- প্রবাল ও পদ্মরাগ সদৃশ রমণীগণ।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে?
- ইহসানের প্রতিদান কি ইহসান ব্যতীত আর কিছু হতে পারে ?
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- এ দুই টি ছাড়া আরও দুটি উদ্যান রয়েছে।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে?
- সেই উদ্যান দুটি গাঢ় সবুজ বর্ণের।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- তথায় উদ্বেলিত হতে থাকবে দুই প্রস্রবণ।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে?
- তথায় আছে ফল-মূল, খেজুর ও আনার।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে?
- সেখানে থাকবে সচ্চরিত্রা সুন্দরী রমণীগণ।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে?
- তাঁবুতে অবস্থানকারিণী সুনয়না হুরগণ।
আরো পড়ুন: উকিল/অ্যাডভোকেট/ব্যারিস্টার হতে কি করবেন ? । হ দিয়ে মেয়েদের ইসলামিক নাম । বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি ?
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে?
- কোন জ্বিন ও মানব পূর্বে তাদেরকে স্পর্শ করেনি।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- তারা সবুজ নকশাদার অতি সুন্দর বিছানায় হেলান দিয়ে বসবে।
- অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন্ কোন্ অবদান অস্বীকার করবে ?
- কত পুণ্যময় আপনার পালনকর্তার নাম, যিনি মহিমাময় ও মহানুভব ।
সূরা আর রহমান এর ফজিলত
যে ব্যক্তি এ সূরা নিয়মিত পাঠ করবে এবং আল্লাহর শোকর আদায় করবে,
সে কবর আজাব থেকে রক্ষা পাবে, এ সূরা ১১ বার পাঠ করলে মনের সকল আশা পূর্ণ হবে। এ
সূরা যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে, তার চেহারা উজ্জ্বল হবে , তার রিজিক বৃদ্ধি
হবেএবং সে বেহেশতবাসী হবে।
সূরা আর রহমান বাংলা উচ্চারণ । সূরা আর রহমান অর্থসহ : লেখক এর মতামত
প্রিয় পাঠক আজকে আমরা আপনাদের সামনে সূরা আর রহমান বাংলা উচ্চারণ , সূরা আর
রহমান বাংলা উচ্চারণ ছবি , সূরা আর রহমান অর্থসহ , সূরা আর রহমান এর ফজিলত
সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম।
এ সংক্রান্ত আপনাদের যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট
করে জানাতে পারেন। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি
ভিজিট করুন এবং গুগল নিউজে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।।