এশার নামাজ কয় রাকাত । আসরের নামাজ কয় রাকাত । মাগরিবের নামাজ কয় রাকাত
প্রিয় পাঠক পাঁচ ওয়াক্ত নামাজের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ আসর মাগরিব এবং এশা ।
আমরা বিভিন্ন সময় এশার নামাজ কয় রাকাত , আসরের নামাজ কয় রাকাত , আসরের নামাজের
ওয়াক্ত শুরু ও শেষ , মাগরিবের নামাজ কয় রাকাত ইত্যাদি সম্পর্কে জানার চেষ্টা
করে থাকি।
আজকে আমরা হাজির হয়েছি মাগরিবের নামাজের সময় , আসরের নামাজ কয় রাকাত , আসরের
নামাজের ওয়াক্ত শুরু ও শেষ , মাগরিবের নামাজ কয় রাকাত , এশার নামাজ কয় রাকাত ,
এশার নামাজ ১৭ রাকাত , এশার নামাজের সময় শুরু ও শেষ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত
নিয়ে। আশা করবো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়বেন।
এশার নামাজ কয় রাকাত । আসরের নামাজ কয় রাকাত । মাগরিবের নামাজ কয় রাকাত
আসরের নামাজের ওয়াক্ত শুরু ও শেষ
কোনো বস্তুর ছায়া তার দ্বিগুণের চেয়ে বর্ধিত হওয়ার সূচনা সময় হতে সূর্যাস্ত
পর্যন্ত আসরের ওয়াক্ত।তবে একটু দেরি করে পড়া ভালো কিন্তু সূর্য ডুবে ডুবে
অবস্থায় পড়া মরুহ।
আসরের নামাজ কয় রাকাত
আসরের নামাজ মোট ০৮ রাকাত। এগুলো হলঃ
- আসরের সুন্নত ৪ রাকাত
- আসরের ফরজ ৪ রাকাত
আসরের চার রাকাত সুন্নত নামাজের নিয়ত
নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকা‘আতি সালাতিল 'আসরি
সুন্নাতি রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি
আল্লাহু আকবার ।
অর্থ : আমি একমাত্র আল্লাহ জন্য কেবলামুখি হয়ে আসরের চার রাকাত সুন্নত নামাজ
আদায়ের নিয়ত করলাম, আল্লাহু আকবার ।
আসরের চার রাকাত ফরজ নামাজের নিয়ত
নাওয়াইতু আন্ উসাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকা‘আতি সালাতিল 'আসরে
ফারদ্বিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু
আকবার ।
অর্থ : আমি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কেবলামুখি হয়ে আসরে চার রাকাত ফরজ নামাজ
আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার ।
মাগরিবের নামাজ কয় রাকাত : মাগরিবের নামাজের সময় শুরু ও শেষ
সূর্য ডুবার পরক্ষণ হতে পশ্চিমাকাশের লালিমা অস্তমিত হওয়া পর্যন্ত মাগরিবের
নামাজের ওয়াক্ত । পশ্চিম আকাশের লাল আভা বিলীন হয়ে রাত্রির গাঢ় অন্ধকার হওয়ার
পূর্বেই এই নামাজ শেষ করতে হয়।
আরো পড়ুন: উকিল/অ্যাডভোকেট/ব্যারিস্টার হতে কি করবেন ? । হ দিয়ে মেয়েদের ইসলামিক নাম । বাংলাদেশের ৬৬ তম জেলার নাম কি ?
মাগরিবের নামাজ কয় রাকাত
মাগরিবের নামাজ মোট ০৭ রাকাত। এগুলো হলঃ
- মাগরিবের ফরজ ৩ রাকাত,
- মাগরিবের সুন্নত ২ রাকাত ও
- মাগরিবের নফল ২ রাকাত ।
মাগরিবের তিন রাকাত ফরজ নামাজের নিয়ত
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা ছালাছা রাক আতি সালাতিল মাগরিবি
ফারদ্বিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু
আকবার ।
অর্থ : আমি একমাত্র আল্লাহর জন্য কেবলামুখী হয়ে মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ
আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার ।
মাগরিবের দুই রাকাত সুন্নত নামাজের নিয়ত
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকআতাই সালাতিল মাগরিবি সুন্নাতি
রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু
আকবার ।
অর্থ : আমি একমাত্র আল্লাহর উদ্দেশ্যে কেবলামুখি হয়ে মাগরিবের দুই রাকাত সুন্নত
নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার ।
মাগরিবের দুই রাকাত নফল নামাজের নিয়ত
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাক আতাই সালাতিন নাফলি মুতাওয়াজ্জিহান
ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থ : আমি একমাত্র আল্লাহর (সন্তুষ্টির) নিমিত্তে কেবলামুখী হয়ে দু'রাকাত নফল
নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার ।
এশার নামাজ কয় রাকাত : এশার নামাজের সময় শুরু ও শেষ
মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হয়ে যাওয়ার পর হতে সুবহে সাদেক পর্যন্ত এশার
নামাজের ওয়াক্ত হয়। তবে রাত্রের এক-তৃতীয়াংশ বাদ দিয়ে পড়লে ভালো । বিনা ওজরে
মধ্য রাতের পরে এশার নামাজ পড়া মকরুহ।
আরো পড়ুনঃ ১০০+ শিক্ষামূলক উক্তি । ত দিয়ে মেয়েদের ইসলামিক নাম । জ দিয়ে মেয়েদের ইসলামিক নাম
এশার নামাজ কয় রাকাত
এশার নামাজ ১৭ রাকাত । এগুলো হলঃ
- এশার সুন্নতে গায়রে মুয়াক্কাদা ৪ রাকাত,
- এশার ফরজ ৪ রাকাত,
- এশার সুন্নতে মুয়াক্কাদাহ্ ২ রাকাত,
- এশার নফল ২ রাকাত,
- ৩ রাকাত বিতরের নামাজ,
- এশার ২ রাকাত নফল নামাজ ।
এশার নামাজ কয় রাকাত - এশার নামাজ ১৭ রাকাত
এশার সুন্নতে গায়রে মুয়াক্কাদা ৪ রাকাত নামাজের নিয়ত
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকা'আতি সালাতিল 'ইশা-ই
সুন্নাতি রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি
আল্লাহু আকবার ।
অর্থ : আমি একমাত্র আল্লাহর জন্য কেবলামুখি হয়ে এশার চার রাকাত সুন্নত নামাজ
আদায়ের নিয়ত করলাম, আল্লাহু আকবার ।
এশার ফরজ ৪ রাকাত নামাজের নিয়ত
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা আরবা'আ রাকা আতি সালাতিল 'ইশা-ই
ফারদ্বিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু
আকবার ।
অর্থ : আমি একমাত্র আল্লাহ তা'আলার উদ্দেশ্যে কেবলামুখি হয়ে এশার চার রাকাত ফরজ
নামাজ আদায়ের নিয়ত করলাম, আল্লাহু আকবার ।
এশার সুন্নতে মুয়াক্কাদাহ্ ২ রাকাত নামাজের নিয়ত
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকআতাই সালাতিল ইশা-ই সুন্নাতি
রাসূলিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু
আকবার ।
অর্থ : আমি একমাত্র আল্লাহর জন্য কেবলামুখি হয়ে এশার দু'রাকাত সুন্নত নামাজ
আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার ।
আরো পড়ুনঃ কবর জিয়ারতের নিয়ম । দলিল তল্লাশী অনলাইনে । মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায়
বিতরের ০৩ রাকাত ওয়াজিব নামাজের নিয়ত
উচ্চারণ : নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা ছালাছা রাকা আতি সালাতিল
বিতরি ওয়াজিবিল্লাহি তা'আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি
আল্লাহু আকবার ।
অর্থ : আমি একমাত্র আল্লাহু তা'আলার জন্য কেবলামুখী হয়ে বিতরের তিন রাকাত
ওয়াজিব নামাজ আদায় করার নিয়ত করলাম, আল্লাহু আকবার।
এশার ২ রাকাত নফল নামাজ
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তা'আলা রাকআতাই সালাতিল ইশা-ই নাফলি
মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারীফাতি আল্লাহু আকবার ।
অর্থ : আমি একমাত্র আল্লাহর জন্য কেবলামুখি হয়ে এশার দু'রাকাত নফল নামাজ আদায়
করার নিয়ত করলাম, আল্লাহু আকবার ।
এশার নামাজ কয় রাকাত । আসরের নামাজ কয় রাকাত । মাগরিবের নামাজ কয় রাকাত : লেখকের মতামত
প্রিয় পাঠক আজকে আমরা আপনাদের সামনে আসরের নামাজ কয় রাকাত , আসরের নামাজের
ওয়াক্ত শুরু ও শেষ , মাগরিবের নামাজ কয় রাকাত , এশার নামাজ কয় রাকাত , এশার
নামাজ ১৭ রাকাত , এশার নামাজের সময় শুরু ও শেষ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা
করলাম।
এ সংক্রান্ত আপনাদের যে কোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট
করে জানাতে পারেন। খুব দ্রুত আমরা আপনাদের প্রশ্ন এবং মতামতের উত্তর প্রদান করা
হবে ইনশাআল্লাহ। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি ভিজিট
করুন।।ধন্যবাদ।।