৫৫১ টি পদে বাংলাদেশ রেলওয়ে এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ প্রকাশিত
প্রিয় পাঠক ৫৫১ টি পদে বাংলাদেশ রেলওয়ে এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। চলুন আজকে আমরা জেনে নেই বাংলাদেশ রেলওয়ে এর বিশাল
নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ সম্পর্কে বিস্তারিত তথ্য।
আজকের আলোচনাটি মনোযোগ সহকারে পড়লে আপনি বাংলাদেশ রেলওয়ে এর বিশাল নিয়োগ
বিজ্ঞপ্তি ২০২৪ এ কোন কোন পদ রয়েছে, কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে, আবেদনের
যোগ্যতা, আবেদন ফি, আবেদন পদ্ধতি , আবেদনের সময়সীমা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত
জানতে পারবেন।
৫৫১ টি পদে বাংলাদেশ রেলওয়ে এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
০৯ জানুয়ারি ২০২৪ ইং তারিখে
বাংলাদেশ রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট দুটি পদে এই নিয়োগ
বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী পদ দুটি হচ্ছে:
- সহকারী স্টেশন মাস্টার এবং
- সহকারী লোকোমেটিভ মাস্টার গ্রেড ২।
৫৫১ টি পদে বাংলাদেশ রেলওয়ে এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ : পদ এবং পদ সংখ্যা
- বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী স্টেশন মাস্টার (গ্রেড-১৫) পদে ৪১৭ জন এবং
- সহকারী লোকোমেটিভ মাস্টার গ্রেড-২ (গ্রেড-১৭) পদে ১৩৪ জন
মোট ৫৫১ জন নিয়োগ দেওয়া হবে।
৫৫১ টি পদে বাংলাদেশ রেলওয়ে এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ : আবেদনের যোগ্যতা
সহকারী স্টেশন মাস্টার (গ্রেড-১৫)
সহকারী স্টেশন মাস্টার পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮/০১/২০২৪ তারিখে অবশ্যই
১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার
সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ ৩২ বছর
পর্যন্ত শিথিলযোগ্য।
উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার
পুত্র/কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়
।
এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূন ২য়
শ্রেণী বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি। বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এ
পদে আবেদন করতে পারবেন।
সহকারী লোকোমেটিভ মাস্টার গ্রেড-২ (গ্রেড-১৭)
সহকারী লোকোমেটিভ মাস্টার গ্রেড-২ পদে আবেদনের প্রার্থীর বয়স ১৮/০১/2024 তারিখে
অবশ্যই ১৮-৩০ বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর
মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী
সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার
পুত্র/কন্যাদের ক্ষেত্রে ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়
।
এবং শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে অন্যূন এইচ.এস.সি (বিজ্ঞান)
বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা
ব্যতীত অন্যান্য
সকল জেলার
প্রার্থীগণ আবেদন করতে পারবেন।তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার
প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
৫৫১ টি পদে বাংলাদেশ রেলওয়ে এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ : আবেদনের সময়সীমা
- Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১৮/০১/২০২৪ সকাল ০৯.০০ টা।
- Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৮/০২/২০২৪ বিকাল ০৪.০০টা।
- উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র জমা দানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন।
৫৫১ টি পদে বাংলাদেশ রেলওয়ে এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ : আবেদন ফী
সহকারী স্টেশন মাস্টার : এই পদে আবেদনের জন্য টেলিটক এর সার্ভিস চার্জ
ব্যতীত ২২৩ টাকা এবং দুটি SMS এর জন্য ০৫ টাকা অর্থাৎ মোট ২২৮ টাকা।
সহকারী লোকোমেটিভ মাস্টার গ্রেড ২: এই পদে আবেদনের জন্য টেলিটকের সার্ভিস
চার্জ ব্যতীত ১১২ টাকা এবং দুটি SMS এর জন্য ০৫ টাকা অর্থাৎ মোট ১১৭ টাকা।
৫৫১ টি পদে বাংলাদেশ রেলওয়ে এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ : আবেদন পদ্ধতি
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন।
ওয়েবসাইটে প্রবেশের জন্য এই লিংকে ক্লিক করুন :
রেলওয়ে টেলিটক ।প্রবেশের পর প্রথমে
আপনাকে আপনি কোন পদের জন্য আবেদন করতে ইচ্ছুক তা নির্বাচন করতে হবে।
এরপর আপনার নাম বাংলা এবং ইংরেজিতে, আপনার পিতার নাম, আপনার মাতার নাম, আপনার
জন্ম তারিখ, বৈবাহিক অবস্থা, রক্তের গ্রুপ, জাতীয় পরিচয় পত্র নাম্বার, আপনার
শিক্ষাগত যোগ্যতা, ধর্ম, আপনার কোন কোটা রয়েছে কিনা, আপনি বিভাগীয় প্রার্থী
কিনা?, মোবাইল নাম্বার, আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা সঠিকভাবে পূরণ করতে
হবে।
আরো পড়ুনঃ ঘুমানোর দোয়া বাংলায় - পেশাব পায়খানার দুআ - মানসিক চাপ থেকে মুক্তির দোয়া - ১০০+ ইসলামিক শিক্ষামূলক উক্তি
Online আবেদনপত্রে আপনার রঙ্গিন ছবি ৩০০x৩০০ Pixel এবং স্বাক্ষর ৩০০ × ৮০ Pixel
স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100KB ও
স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60KB হতে হবে।
মোবাইল নাম্বার প্রদানের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই মোবাইল নাম্বার
আপনার পরবর্তী সকল ক্ষেত্রে প্রয়োজন হবে। আপনার ইউজার আইডি পাসওয়ার্ড ইত্যাদি
সহ যাবতীয় তথ্য কর্তৃপক্ষ আপনার এই নাম্বারের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করবে।
আরো পড়ুন: ভেরিকোসিল হলে কি বাচ্চা হবে না ? - কিডনি ভালো রাখার উপায় - হ দিয়ে মেয়েদের ইসলামিক নাম - ওজন কমাতে গ্রিন টি খাওয়ার নিয়ম
সঠিকভাবে সকল তথ্য পূরণের পর Submit বাটনে ক্লিক করুন। এবার আপনাকে
আপনার আবেদনের একটি Preview দেখানো হবে আপনি পুনরায় সঠিকভাবে সকল তথ্য
দিয়েছেন কিনা তা যাচাই করে নিন। সকল তথ্য সঠিক থাকলে পুনরায়
Submit বাটনে ক্লিক করে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে
হবে।
৫৫১ টি পদে বাংলাদেশ রেলওয়ে এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ : টাকা জমা দেওয়ার পদ্ধতি
নির্ভুলভাবে আবেদনপত্র Submit সম্পন্ন করার পর আপনাকে একটি User ID, ছবি এবং
স্বাক্ষরযুক্ত একটি Applicant কপি দেওয়া হবে। উক্ত Applicant কপি download
বা প্রিন্ট করে সংরক্ষণ করবেন। Applicant কপিতে একটি User ID দেয়া
থাকবে এবং উক্ত User ID নম্বর ব্যবহার করে আপনি নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো
teletalk pre-paid mobile থেকে ২ দুটি SMS এর মাধ্যমে প্রদান করতে পারবেন।
প্রথম SMS:
BR<Space> User ID লিখে Send করুন 16222 নম্বরে।
Example : BR XXXXXX & Send to 16222. (XXXXXXX এর স্থলে User ID নম্বর বসাতে
হবে)
ফিরতি SMS এ আপনার নাম সহ আপনাকে একটি PIN নাম্বার প্রদান করা হবে
PIN নাম্বারটি সঠিকভাবে সংরক্ষণ করুন।
আরো পড়ুন: মাসিক মিস হওয়ার কত দিন পর প্রেগন্যান্ট বোঝা যায় - অনলাইন বাস টিকেট বুকিং বাংলাদেশ - সেক্সে রসুনের উপকারিতা
দ্বিতীয় SMS:
BR<Space> Yes < Space > PIN লিখে Send করুন 16222
নম্বরে।
Example:BR Yes 00000 & Send to 16222. (00000 এর স্থলে ফিরতি
SMS এ প্রাপ্ত PIN নম্বর বসাতে হবে)
Reply: Congratulations Applicant's Name, Payment completed successfully for
Application for Post (xxxxxxxx) User ID is (XXXXX) and Password ( 122333132).
উল্লেখ্য, Online-এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submit করা হলেও পরীক্ষার ফি
জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।
৫৫১ টি পদে বাংলাদেশ রেলওয়ে এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪: প্রবেশপত্র সংগ্রহ
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম,
ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র
download পূর্বক Print করে নিতে হবে। সকল ধরনের পরীক্ষায় উক্ত প্রবেশপত্র
ব্যবহার করতে হবে।
৫৫১ টি পদে বাংলাদেশ রেলওয়ে এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ : লেখক এর মতামত
প্রিয় পাঠক আজকে আমরা আপনাদের সামনে ৫৫১ টি পদে
বাংলাদেশ রেলওয়ে
এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করব
আমাদের আলোচনাটি মনোযোগ সহকারে পড়ে আপনি ঘরে বসে আপনার আবেদনটি সম্পন্ন করতে
পারবেন।
এ সংক্রান্ত আপনাদের যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট
করে জানাতে পারেন। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি
ভিজিট করুন এবং গুগল নিউজে আমাদের পেজটিতে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।।