ঘুমানোর দোয়া বাংলায় - ঘুম থেকে উঠার দোয়া
প্রিয় পাঠক ঘুম মানুষের জীবনের খুবই প্রয়োজনীয় একটি উপাদান। সারাদিনের
ক্লান্তি শেষে ই আমরা সকলেই একটু শান্তিতে ঘুমাতে চাই। আর তাই আজকে আমরা ঘুমানোর
দোয়া বাংলায় এবং ঘুম থেকে উঠার দোয়া সম্পর্কে আলোচনা করব।
ঘুম আল্লাহর একটি নেয়ামত । সঠিকভাবে ঘুমানোর কিছু নিয়ম রয়েছে যেগুলো জানলে আপনি
শান্তিতে ঘুমাতে পারবেন। এর মধ্যে অন্যতম দু’আ পড়া। চলুন প্রিয় পাঠক আজকে আমরা
ঘুমানোর দোয়া বাংলায় এবং ঘুম থেকে উঠার দোয়া উচ্চারন ও অর্থসহ জেনে নেই।
ঘুমানোর দোয়া বাংলায় - ঘুম থেকে উঠার দোয়া
ঘুমানোর দোয়া বাংলায়
ঘুমানোর দোয়া বাংলায় জানার পূর্বে চলুন আমরা ঘুমের কয়েকটি আদব জেনে নেইঃ
- শোয়ার পূর্বে বিছানা পরিষ্কার করে নেওয়া।
- ওযূ করা
- ডান কাত হয়ে শোয়া
- উপুড় হয়ে বা চিৎ হয়ে কিংবা বাম কাধে ভর করে না শোয়া। নবী সো.) উপুড় হয়ে ঘুমাতে কঠোরভাবে নিষেধ করেছেন।
- তার পর এই দু,আ পড়াঃ আল্লাহুম্মা বিসমিকা আমূতু ওয়া আহ-ইয়া।
অর্থঃ হে আল্রাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি এবং তোমার নামেই জীবিত হব।
রাসূল (সা.) মাঝে মাঝে এই দু,আও পড়তেনঃ
আল্লাহুম্মা ক্বিনী আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাকা।
অর্থঃ ইয়া আল্লাহ আমাকে তোমার আযাব হতে রক্ষা কর, যেদিন তোমার বান্দাদের কবর থেকে
উঠানো হবে।
ঘুমানোর দোয়া বাংলায়
সহীহ বুখারী ও মুসলিম শরীফে বর্নিত আছে নবী (সা.) ঘুমানোর পূর্বে সূরা বাকারার
শেষ দুই আয়াত, আয়াতুল কুরসী , সূরা ফালাক, সূরা, নাস, সূরা ইখলাস , ৩৩ বার সুবহান
আল্লাহ, ৩৩ বার আলহামদুল্লিাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়তেন। সাহাবীদেরও তিনি
এসকল দু,আ পড়তে বলতেন।
ঘুমানোর দোয়া বাংলায় : ঘুমানোর দোয়া সমূহের ফযিলত
সূরা বাকারার শেষ দুই আয়াত: নবী সা. বলেছেন, যে ব্যাক্তি রাতে ঘুমানোর সময় সূরা
বাকারার শেষ দুই আয়াত পড়বে, তার জন্য তা যথেষ্ট হবে।
আয়াতুল কুরসী: ঘুমানো পূর্বে আয়াতুল কুরসী পড়লে একজন ফেরেস্তা আল্লাহর পক্ষ থেকে
তার জন্য নিযুক্ত করে দেওয়া হয় এবং শয়তান তার নিকট আসতে পারে না।
সূরা ফালাক, সূরা, নাস, সূরা ইখলাস : সূরা নাস এবং ফালাক জ্বীন এর ফেতনা থেকে
দূরে রাখে। সূরা ইখলাস ০৩ বার পড়লে একবার পবিত্র কুরআন খতমের সওয়াব পাওয়া যায়।
ঘুমানোর দোয়া বাংলায় - ঘুম থেকে উঠার দোয়া
বুখারী এবং মুসলিম শরীফে ০২ টি ঘুম থেকে উঠার দোয়া পাওয়া যায়। এগুলো হলোঃ
আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহি নুসুর।
অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের মৃত করার পর পুনরায় জীবিত
করেছেন।নিশ্চয় তা কাছেই সবাইকে ফিরে যেতে হবে। (৬৩২৪)
অপরটি হলঃ আল্লাহুম মাগফিরলী।
অর্থঃ হে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। (১১৫৪)
ঘুমানোর দোয়া বাংলায়: ঘুমের উপকারিতা
ঘুমের উপকারিতা অপরিসীম। ঘুম আল্লাহর বিশাল বড় একটি রহমত।নিচে ঘুমের কয়েকটি
উপকারিতা দেওযা হলোঃ
- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- মানসিক হতাশা ও দুশ্চিন্তা দূর করে।
- ওজন নিয়ন্ত্রন করে।
- শরীর সুস্থ এবং সতেজ রাখে।
- যৌবন ধরে রাখতে সহায়তা করে।
- স্ট্রোকের ঝুকি কমায়।
- ডায়বেটিস নিয়ন্ত্রন করে।
- উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে।
ঘুমানোর দোয়া বাংলায় - ঘুম থেকে উঠার দোয়া : লেখক এর মতামত
প্রিয় পাঠক আমরা ঘুমানোর দোয়া বাংলায় এবং ঘুম থেকে উঠার দোয়া সম্পর্কে আলোচনা
করলাম আশা করব আমাদের আলোচনা থেকে আপনি ঘুমানোর দোয়া বাংলায় উচ্চারন ও অর্থসহ
জানতে পেরেছেন।
এ সংক্রান্ত আপনাদের যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট
করে জানাতে পারেন। এরকম প্রয়োজনীয় আরও তথ্য পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইটটি
ভিজিট করুন এবং
গুগল নিউজে আমাদের পেজটিতে
ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।।