খাদ্য অধিদপ্তর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ সালের - আবেদন করুন এখনই
২০২৩ সালের খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ২২ টি পদে নিয়োগ
পাবেন মোট-১৩৭৭ জন। চলুন জেনে নিই ২০২৩ সালের খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তে
কোন কোন পদ রয়েছে এবং কোন পদে কত জন থাকবে এবং আবেদন করার পদ্ধতি ও ফি সম্পর্কে।
ডিজি ফুড অর্থাৎ Director General Of Food এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে ০৩
সেপ্টেম্বর ২০২৩ সালে। এটি সরকারী ফুল টাইম চাকরী।
সূচিপত্রঃ ২০২৩ সালের খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি
- খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ : আবেদনের সময় সীমা এবং প্রার্থীর বয়স
- খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ : আবেদনের পদ সমূহ এবং পদ সংখ্যা
- খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ : আবেদনের পদ্ধতি, আবেদন ফি এবং লিংক
- খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ : আবেদনের শিক্ষাগত যোগ্যতা
- লেখকের মতামত
২০২৩ সালের খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ : আবেদনের সময় সীমা এবং প্রার্থীর বয়স
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সকাল ১০.০০ টা থেকে এবং শেষ
হবে ১১ অক্টোবর ২০২৩ তারিখ বিকাল ৫.০০ টায়। প্রার্থীর বয়স ৩১/০৮/২০২৩ ইং তারিখে
১৮-৩০ বছর এর মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা এবং শারীরীক প্রতীবন্ধীরা ৩২ বছর
বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
২০২৩ সালের খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ: আবেদনের পদ সমূহ এবং পদ সংখ্যা
মোট ২২ টি পদে মোট ২৩৭৭ জন নিয়োগ প্রাপ্ত হবেন। নিচে পদের নাম এবং সংখ্যা উল্লেখ
করা হলঃ
- সাব-ইন্সপেক্টর অব ফুড -৩৫৬ জন
- সাটলিপি-কাম-কম্পিউটার অপারেটর-০৩ জন
- সাট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর-১১ জন
- উচ্চ মান সহকারী-০৪ জন
- ল্যাবরেটরি টেকনিশিয়ান-০৩ জন
- মেকানিক্যাল ফোরম্যান-০৩ জন
- ইলেকট্রিক্যাল ফোরম্যান-০২ জন
- সহকারী উপ-খাদ্য পরিদর্শক-২২২ জন
- অপারেটর-১৭
- সহকারী ফোরম্যান-০৩ জন
- মিলরাইট-০৫ জন
- ইলেকট্রিশিয়ান-১০ জন
- অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৩৪৬ জন
- ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-৬৮
- ল্যাবরেটরি সহকারী-০২ জন
- সহকারী অপারেটর-৩৩ জন
- স্টেভেডর সর্দার-০৬ জন
- ভেহিক্যাল মেকানিক-০৯ জন
- সহকারী মিলরাইট-০৬ জন
- মিল অপারেটিভ-১১৭
- সাইলো অপারেটিভ-১৪৪
- স্প্রে ম্যান-০৭
২০২৩ সালের খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ: আবেদনের শিক্ষাগত যোগ্যতা
- ১-৪ ও ৯ নং পদের জন্য- নূন্যতম ২য় শ্রেণীতে অনার্স বা সমমান পাশ।
- ৫ নং পদের জন্য - রসায়নে নূন্যতম ২য় শ্রেণীতে অনার্স বা সমমান পাশ।
- ৬-৮ এবং ১০-১৫ নং পদের জন্য- নূন্যতম ২য় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ।
- ১৬-২১ নং পদের জন্য- নূন্যতম ২য় শ্রেণীতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ।
- ২২ নং পদের জন্য- নূন্যতম ২য় শ্রেণীতে মাধ্যমিক বা সমমান পাশ।
২০২৩ সালের খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ: আবেদনের পদ্ধতি , আবেদন ফি এবং লিংক
উপরের ২২ টি পদে আবেদনের জন্য এখানে ক্লিক করুন:
ডিজি ফুড নিয়োগ ।উক্ত লিংকে ক্লিক
করার পর আপনার নাম, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয় পত্র নং ,শিক্ষাগত
যোগ্যতার তথ্য দিয়ে সাবমিট করতে হবে। এর পর ২য় ধাপে আপনার 300×300 সাইজের ছবি এবং
300×80 সাইজের সিগনেচার যুক্ত করতে হবে।
ছবি অবশ্যই 100 KB এর নিচে এবং সিগনেচার 80 KB এর নিচে হতে হবে। এবার সাবমিট করে
প্রাথমিক আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন সম্পন্ন হলে অপনাকে একটি User id দেওয়া
হবে। এর পর যে কোন টেলিটক সিম থেকে 16222 নম্বরে DGFOOD<space>User id দিয়ে
সেন্ড করতে হবে। ফিরতি এস.এম.এস এ একটি PIN দেওয়া হবে। এবার আপনাকে DGFOOD
<space>YES<space>PIN দিয়ে 16222 নম্বরে সেন্ড করতে হবে।
একটু পর পরবর্তীতে লগ ইন এর জন্য User id এবং PassWord দেওয়া হবে। উক্ত User id
এবং PassWord পরবর্তীতে আপনাকে বিভিন্ন কাজে ব্যবহার করতে হবে বিধায় অবশ্যই
গুরুত্বসহকারে সংরক্ষণ করবেন। আবেদনের জন্য ১-২১ নং পদের ফি ২২৩/= টাকা এবং ২২ নং
পদের ফি ১১২/= টাকা ।
লেখকের মতামত
আজকে আমরা ২০২৩ সালের খাদ্য অধিদপ্তর এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদ রয়েছে এবং কোন
পদে কত জন থাকবে এবং আবেদন করার পদ্ধতি ও ফি সম্পর্কে বিস্তারিত জানলাম। এই রকম
প্রয়োজনীয় এবং তথ্য বহুল পোষ্ট নিয়মিত পড়ার জন্য আমাদের ওয়েবসাইট টি ভিজিট করার
অনুরোধ রইল। আপনাদের যে কোন মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।।